দুরন্ত গতি অবাধ বিচরণ
অজিত কুমার কর


মনবিহঙ্গের দুরন্ত বেগ
সকল বাধাই চূর্ণ,
মহাবিশ্বের নানান তথ্যে
কুম্ভটি তাঁর পূর্ণ।


হার মানে না কারও কাছে
প্রচন্ড তাঁর শক্তি,
কল্পলোকে তাঁর বিচরণ
জীব ও জড়ে ভক্তি।


প্রতিফলন খাতার পাতায়
নিত্য নতুন সৃষ্টি,
মনবিহঙ্গ তখন কবি
এটাই তো তাঁর কৃষ্টি।


খাঁচার ভিতর আবদ্ধ নয়
সর্বদা সে মুক্ত,
অদৃশ্য এক বন্ধনে সে
দেহের সাথে যুক্ত।


এক পলকে সাইবেরিয়ায়
পরক্ষণেই চন্দ্রে,
অণু পরমাণুর ভিতর
প্রবেশ রন্ধ্রে রন্ধ্রে।


© অজিত কুমার কর