@                দুঃসহ জীবন
                অজিত কুমার কর

      জলবন্দি জীবন এখন বেদনা দুঃসহ
   মুক্তি কবে, এটাই কেবল ভাবনা অহরহ।
             জলের ধারা উঠোন দিয়ে
            আসে না কেউ নৌকা নিয়ে
রাস্তা যেন মরণ কুয়ো কোথাও কোথাও দহ।


প্রতিকারের উপায় চেয়ে দিয়েছিলাম চিঠি
শুনিয়েছিল তখন কিছু বাক্য মিঠি মিঠি।
          চেয়ারম্যান বা কাউন্সিলার
            সমাধানের ঘেঁসেনি ধার
ওয়ার্ডেও যায় না দেখা এড়িয়ে চলে দিঠি।


ট্যাক্স আদায়ের চিঠিগুলো ঠিক সময়ে আসে
     এ অঞ্চলের ময়লা যত নর্দমাতে ভাসে।
              কী করে জল বেরিয়ে যাবে
                 মানুষ একটু স্বস্তি পাবে
সে ব্যাপারে গা-ছাড়া ভাব দাঁড়ায় না কেউ পাশে।


       বছর বছর চিত্র একই রাস্তাগুলো ডোবে
ঘরের ভিতরে জল ঢুকে যায় ফুঁসছে মানুষ ক্ষোভে।
             দাঁড়িয়ে থাকে এক হাঁটু জল
               পচা গন্ধে জীবন অচল
      পুরসভার ঠাণ্ডা ঘরে ওদের মূর্তি শোভে।