*চাই শুধু ভালোবাসা


তাই শুধু ভালোবাসা
ওইটুকু করি আশা।
       অভিভূত
        মনঃপূত
কবিতার সোজা ভাষা।


ধরে ফেলি অনায়াসে
        অনটন
        অঘটন
ভেসে আসে যা বাতাসে
  শিশিরের কণা ঘাসে।
          ***


        স্পর্শ নিষ্প্রয়োজন


গোলাপ মেটাতে পারে অনন্ত বাসনা
লাঞ্ছনা নিষ্প্রয়োজন মেটাতে কামনা।
          পুষ্পের মাহাত্ম্য  
             দান পরমার্থ
সুবাস বাতাসে মেশে লাগে না দর্শনা।


ভ্রমরের আনাগোনা পুষ্পিত কাননে
            পাখির কূজন
             প্রাণ সঞ্জীবন      
অপূর্ব সুখানুভূতি সঞ্চারিত মনে
পুঞ্জীভূত যত দুঃখ যায় বিস্মরণে।
                ***