*                     অজিত কুমার কর                
                           ##রুবাই##
                              (এক)


   চকোর হয়ে উড়ে বেড়াই মেঘ ঢেকেছে তোমার মুখ
  উড়বো আমি সারাটি রাত করো না চাঁদ আজ বিমুখ।
মেঘ কি পারে ঢাকতে তোমায় বলছে তো না আমার মন
  একটিবারের জন্য তোমায় না দেখে যে পাইনা সুখ।
                     ********


                       ##রুবাই##
                           (দুই)


এমন তৃপ্তি কোথায় পাব যেমনটি দেয় ওর অধর
   ওটাই আমার স্বর্গভূমি নিখিল বিশ্ব চরাচর।
মদিরাতে যে মধু নেই জোগায় আমায় প্রিয়ার ঠোঁট
  শতদলের পাপড়ি যেন ছড়ায় রবি রোজ আতর।