শ্যামের বাঁশি উঠলে বেজে ঘরেতে আর রয় না মন
সুযোগ খোঁজে কখন যাবে পড়লে চোখে বাঁধবে রণ।
প্রেম পিরিতি করেই বিয়ে ভালোবাসায় প্রচুর খাদ
এ’পাখি তো খাঁচায় বাঁধা রাই বিহনে আর্তনাদ।


কে কারে যে সামাল দেবে উড়নচণ্ডী  দুইজনাই
চেষ্টা চালায় সঙ্গোপনে বনপাপিয়ার পরশ চাই।
প্রীতির বাঁধন আলগা হলে ঘনিয়ে আসে দুঃখের দিন
অবিশ্বাসের বেড়াজালে সৎ বা সতী অর্থহীন।


জীবনটা কি স্বেচ্ছাচারের কারও প্রতি নেইকো দায়
সমাজজীবন এমন হলে শুধুই কালি লাগবে গায়।
কোনও কিছু রয় না চাপা দেরিতেও হয় প্রকাশ
লজ্জা তখন ঢাকবে কীসে আপন দোষে সর্বনাশ।


লাগামছাড়া জীবনযাপন কালিমাময় ভবিষ্যৎ
কেন এমন যথেচ্ছেচার থাকতে পারে ভিন্নমত।
দিনে দিনে নামছে নীচে ক্ষয়িষ্ণু আজ মূল্যবোধ
ভুলের মাশুল গুনতে হবে বৃদ্ধি পাবে ব্যথার গোদ।