@                      দ্বিপতি
                    অজিত কুমার কর


পাত্রী খোঁজে কুমড়োপটশ বিয়ে করার ইচ্ছা তাঁর
হাঁসজারুকে পছন্দ খুব, দেখতে দারুণ, চমৎকার।
               হাতিমি তো রেগে আগুন
             সামনে পেলে করবে সে খুন
ত্রিকোণ প্রেমের সে এক শরিক মানবে না সে মোটেও হার।


রণং দেহি মূর্তি দেখে কুমড়ো পটাশ দৌড় লাগায়
  হাতিমিও ছুটছে পিছু খুব সহজে নাগাল পায়।
                পথের মাঝে বেঁধেছে রণ
                 দেখেনি কেউ যুদ্ধ এমন
শেষে একটা রফা হলো, ছ'মাস ছ'মাস দুজন চায়।