কোকিলা তুই ডাকিস কেন বুঝি না এর মানে
দুঃখে না কি সুখে ডাকিস বলনা কানে কানে।
কে দেয় সাড়া দূরের থেকে ডাকার ক্ষণেক পরে
কানে কি তোর পৌঁছে না তা আমায় ব্যাকুল করে।


সূর্য যখন ডুবুডুবু তখন উঠিস ডেকে
আবার ডাকিস বারেবারে রাত্রে আঁধার থেকে।
ডালে বসেই রাত্রি কাটাস উলটো-পালটা ভাবি
আমার চোখে ঘুম আসে না কখন পড়ে যাবি।


আমি ডাকি চোখের ভাষায় দেয় না সে তো সাড়া
একা একাই সময় কাটে জীবন ছন্নছাড়া।
কুহু কুহু বলে ডাকিস, ‘তোমায় ভালবাসি’
বেরোয় না তা আমার মুখে আপন মনে হাসি।


জানলা ধারে বসে থাকি রোজই বিকেলবেলা
কালোভ্রমর বেড়ায় উড়ে শূন্য আমার ভেলা।
কেমন করে বলি তারে ফেরায় না যে আঁখি
স্বর্ণচাঁপার মিষ্টি সুবাস যত্নে তুলে রাখি।