এ কী বিকৃত লালসা মানবের মনে
ভারতের মতো দেশে বড় বেমানান
ভূলুণ্ঠিত নির্নিমেষে গরিমা সম্মান
পশুও এমন নয় অরণ্যে নির্জনে।
নির্ভয়া আসিফা গেছে স্বর্গীয় নন্দনে
পাশবিকতার বলি, বিগলিত প্রাণ
মাতৃরূপা কন্যারত্ন তাঁর অপমান
ধরণি ধরেছ তুমি এমন সন্তানে!


আসামীর মৃত্যুদণ্ড কীবা কষ্ট তাঁর
শ্রদ্ধাভাব চিত্তশুদ্ধি আশু প্রয়োজন
না হলে হবে না কভু এর প্রতিকার
ধর্মে ধর্মে প্রতিহিংসা আনে বিভাজন।
কেবল মানবধর্ম হোক প্রতিষ্ঠিত
সকলের চিত্তমাঝে তিনি অধিষ্ঠিত।