এ কেমন আন্দোলন


আচার্যহীন সমাবর্তন
কলেজে নয় ভেনু নন্দন
প্রবেশ পথে ঝুলছে অনেক তালা,
আর কতদিন চলবে এমন
বিবেকবুদ্ধি কোথায় এখন
সইতে হ’লো এমন বিষম জ্বালা।


কোনো নীতির ধারে না ধার
যুবা-যূনীর যথেচ্ছাচার
কীসের রাস্তা দেখাচ্ছে আজ ওরা,
কী নিদর্শন সহিষ্ণুতার!
মানবিক বোধ মেনেছে হার
লাগামবিহীন ক্রোধোন্মত্ত ঝোরা।


দিনে দিনে বাড়বাড়ন্ত
ভাঙতে হবে গজদন্ত
হাতির মতো আসছে যেন তেড়ে,
ভাবে ওরাই জ্ঞানবন্ত
কোথায় দাবিদাবার অন্ত!
সব সুস্থিতি চাইছে নিতে কেড়ে।


আন্দোলনের ধরনধারণ
দিচ্ছে পিষে সমাজের মন
ওদের দাবি মানতে হবেই হবে,
হাত গুটিয়ে আজ প্রশাসন
কঠোর হস্তে করলে দমন
দুরারোগ্য ব্যাধি সারতো তবে।


© অজিত কুমার কর