আমি তো ভাবিনি কভু নাড়াবে এভাবে
ভূষণ পড়িল খসে রিক্ত হলো অঙ্গ
কঙ্কাল দাঁড়িয়ে যেন একাকী নিঃসঙ্গ
যাদের আশ্রয় ছিল- ছায়ার অভাবে।
উড়ে গেছে অন্বেষণে, সহজে কি পাবে?
জানি না, চিন্তিত আমি; হবে আশাভঙ্গ,
নিঃস্ব করে ভরে দাও এ কেমন রঙ্গ !
এখন প্রতীক্ষা শুধু কখন ভরাবে।


জেগে ওঠে শিহরন দক্ষিণ সমীরে
উঁকি মারে সারা অঙ্গে নব কিশলয়
অনবদ্য অনুভূতি বসন্তকে ঘিরে
আবার অঙ্গভূষণ তেমনি বাঙ্ময়।
রূপের ঝলক দেখে নিজেই বিস্মিত
আনন্দ বিস্বাদ লাগে বেদনা ব্যতীত।