*                   এ কী করলি
                  অজিত কুমার কর


   বুলবুল তুই করলি এ কী! চাষির মাথায় হাত
দাঁড়িয়ে নেই ক্ষেতের ফসল, শিষগুলো সব কাৎ।
               ধান না হলে চলবে কীসে
               জলে কাদায় গেছে মিশে
     অনশনে কাটবে বছর, জুটবে না যে ভাত
  বুলবুল তুই করলি এ কী! চাষির মাথায় হাত।


    আমরা যারা চাষ করি না চাউল কিনে খাই
  কৃষক মাঠে ফসল ফলায় তবেই আমরা পাই।
              ওদের মতো আমাদেরও
              বাঁচার পথে অনেক গেরো
     সহমরণ ওদের সাথে বাঁচার উপায় নাই
   আমরা যারা চাষ করি না চাউল কিনে খাই।