যখন আমি বসেছিলেম একলা ঘরে
হঠাৎ কীসের মিষ্টি সুবাস পড়ল ঝরে।
চক্ষু মুদে ছিলেম আমি
                  ইরানী গুল যেমন নামী
সেই সুবাসে গেল আমার হৃদয় ভরে।


বাগিচাতে এখন কোনো ফোটেনি ফুল
তবে কীসের গন্ধে হলো প্রাণ আকুল।
জানলা পাশে ছোটো গাছে
                  কনকচাঁপা ফুটে আছে
তুমি ছাড়া কে আর পারে এমন করে।