বসন্তের আগমনে প্রকৃতি এমন
বিপুল ঐশ্বর্য তাঁর মনোমুগ্ধকর
তাই এত চঞ্চলতা কম্পিত অধর
প্রিয়তির ইশারায় পশ্চাতে গমন।
দুপাশে রঙের মেলা পুষ্পিত কানন!
সবুজের আঙিনায় মুক্ত পরিসর
এ কি তাঁর অভিসার? সম্মুখে নির্ঝর
মনোরম পরিবেশ ত্রিদিব যেমন।


সরোবরে কেলি করে রাজহংস জুটি
কাননে কুসুমকলি মধু গন্ধময়
আশেপাশে কেহ নাই সকলের ছুটি
অপরাহ্ন প্রায় শেষ অস্তের সময়।
বিহঙ্গের কাকলিতে ভঙ্গ নীরবতা
এবারে প্রকাশ পাবে অন্তরের কথা।