*
সবুজ মাঠে প্রাণের মেলা
লাল নীল কত প্রজাপতি
দেখে এলাম প্রভাত বেলা
কী মনোরম মধুর অতি।


পতপত জাতীয় পতাকা
বিউগলে জন গণ মন
আকাশ-কোলে ওড়ে বলাকা
কোথা যাবে জানি না এখন।


গরবের দিন ভারতের
নেবো গড়ার অঙ্গীকার
পেয়ে যাবে সকলেই টের
জনগণ মানবে না হার।


প্রাণাধিক প্রিয় এই দেশ
প্রাণপ্রাচুর্যে ভরপুর
দূর হোক মন থেকে দ্বেষ
গেয়ে উঠি মিলনের সুর।