কোথায় গেলে পারের মাঝি ঘাটে এবার ভিড়াও তরি
প্রদীপ শিখা নিববে এবার নাও গো তুলে সুহৃদ হরি।
স্রোতের টানে যাবো ভেসে
পৌঁছে যাবো তারার দেশে
পত্রপুষ্প অগুরুতে ক’রবে বরণ শতেক পরি।


মাঘেও বহে দখিন পবন
কখনও তো হয় না এমন
অরূপ তোমার লীলাখেলা সব আয়োজন ত্বরা করি।


বাগান জুড়ে সুগন্ধি ফুল
ওর সুবাসে পরান আকুল
দেরি কেন ক’রছো প্রভু নামবে এবার বিভাবরী।