এবার ইদের নমাজ
অজিত কুমার কর


পুণ্যবান না পাপী আমি তুমিই ভালো জানো
ভুল পথে পা বাড়ালেই তো পিছন থেকে টানো।
সর্বদা তো সঙ্গে আছো তোমার অসীম দয়া
মক্কা যেমন পূণ্যভূমি, বৃন্দাবনও পয়া।


তবুও যদি পাপ দেহে রয় আমায় শাস্তি দিয়ো
ধরার বুকে রেখো না আর আমায় তুলে নিয়ো।
সকল জীবের প্রতি আমার অগাধ ভালোবাসা
প্রেম-পরাগে ভরাই ভুবন হিংসা সর্বনাশা।


জীবনযাপন খুব সাধারণ তুমিই জোগাও দানা
কালাতিপাত মহানন্দে আহ্লাদে আটখানা।
বেশ তো সময় কেটে গেল অল্প কদিন বাকি
তোমার কর্মযজ্ঞে শামিল সদাই ব্যস্ত থাকি।


তুমি তো ফুল ভালোবাসো আজ দেব অঞ্জলি
তুষ্ট তুমি হবেই জানি কুরবানি নয় বলি।
তুমি আছো বলেই আছি সবাই নির্বিবাদে
তা না হলে কবেই আমরা তলিয়ে যেতাম খাদে।


দুষ্টকে তো দমন করো তাইতো আছি সুখে
নির্ভয়ে পথ চলি আমরা অসীম সাহস বুকে।
ভোরের আজান শুনতে পেলাম এবার উঠে পড়ি
নমাজ পড়ার সময় হল বলছে আমার ঘড়ি।


© অজিত কুমার কর