ইদের তাৎপর্য
অজিত কুমার কর


দেখো দেখো চাঁদ উঠেছে আজই তবে খুশির ইদ
রোজার বাণী প্রেম ও প্রীতি জীবাত্মারা পীর সুহৃদ।
মাথায় আমার রঙিন টুপি জামা জুতা সব নূতন
একটু পরে ইদগাহতে নামাজ পড়ার সম্মিলন।


মা জানাল দেবার জন্য কেনা আছে সাজপোশাক
ওই তো চাচি রেহান সনু দে-না বাবা ওদের ডাক।
মায়ের কথা শুনে আমি নীচে নেমে এগিয়ে যাই
ওদের সাথে গল্প করে আমি দারুণ তৃপ্তি পাই।


ডেকে এলাম ওদের আমি আহ্বান পেয়ে খুশ রেহান
মায়ের সাথে সবাই এলো একেই বলে প্রীতির টান।
ওদের দিকে বাড়িয়ে দিলাম ইদের ক্ষুদ্র উপহার
মায়ের আদেশ পালন করি চাচির চুমা বারংবার।


আশীর্বাণী পড়ল ঝরে আমার শিরে চাচির হাত
মা-ও যেমন চাচি তেমন চরণ ছুঁয়ে প্রণিপাত।
আমরা সবাই খেলাম বসে মায়ের তৈরি নানান পদ
আলিঙ্গনের পালা এবার ঝকমকে সব পরিচ্ছদ।