আসছে ধেয়ে প্রবল বেগে হঠাৎ ঝড়
ইনসাইট যান খবর দিল উড়ছে খড়!
মহাকাশে কত কী যে ঘটছে রোজ
বিজ্ঞানীরা কতটুকু রাখছে খোঁজ।


বিশ্ব ছাড়া আর কি কোথাও আছে প্রাণ
এখনো তা যায়নি জানা যাচ্ছে যান।
বসে তো নেই চলছে চেষ্টা নিরন্তর
হয়ত মানুষ ভিনগ্রহেও গড়বে ঘর।


গ্রীষ্মকালে যদি এমন বাতাস বয়
পাশে যদি প্রেয়সী রয় কেমন হয়!
সুযোগ পাবো এই আশাতে কাটাই কাল
একটুখানি স্পর্শ পেতে মন কাঙাল।


এ কি আমার অলীক স্বপ্ন, হয়তো তাই
এতে কোনও দোষ খোঁজো না, কোথায় যাই।
স্বপ্ন দেখে হাতের মুঠোয় স্বর্গসুখ
ভেসে ওঠে মনমুকুরে ও’ কার মুখ!