পদ্মাপারের বন্ধুর উদ্দেশে--


##এক ফ্রেমে মিঞা-বিবি##


বোঝা আমার উচিত ছিল
              কেন এমন রঙিন সাজ
একটি ফ্রেমে মিঞা-বিবি
               হাস্যমুখে এমন আজ?
     দূরের বন্ধু রবাহুত
     পত্রখানি হৃদয় ছুঁত
সুবাসমাখা শুভেচ্ছা নাও
              দেরি হলেও পাইনি লাজ
কূজন কর তোমরা দুজন
              পদ্মাপারের অধিরাজ।


এমন ছবি দেখলেও সুখ
             হৃদয় তখন শাপলা ফুল
জামার রঙে লাল হয়েছে
             ওষ্ঠ এবং মাথার চুল।
     রাধার রঙে কৃষ্ণ রাঙা
     গোধূলিতে ভুবনডাঙা
ফুল ভেবে-না ভ্রমর বসে
            করবে বুঝি আজকে ভুল!
কী অপরূপ লাগছে আজি
            ভাবির কানে ঝুমকো দুল।


##অজিত কুমার কর