*                 কবিতা-উৎসব


রাখবো কোথায় এতগুলো মেমেন্টো আর শংসাপত্র
কোথায় আছে তাও জানিনা এদিক-ওদিক যত্রতত্র।
              ছবি দেখাই কী পেয়েছি
               বিচার্য নয় কি লিখেছি
    গর্বে বক্ষ ষাট-বাষট্টি এই নিবেদন করি অত্র।


মঞ্চ 'পরে পঁচিশ তিরিশ সামনে ফাঁকা ধু-ধু শূন্য।
                  কবিতাপাঠ যথারীতি
                  শুধু কবির কাব্যপ্রীতি
   আহ্বানে যাই, বসি, পড়ি, হলেও আমি মনঃক্ষুণ্ণ
ডাক পেয়েছি মহোৎসবে কোন জনমের পরম পুণ্য।
                         ***


                   জাগেনি বিবেক


জাগ্রত হোক বিবেক সবার এটা তুমি চেয়েছিলে
সারাটা জীবন স্বদেশে বিদেশে কত বাণী তুমি দিলে।
           জাগেনি বিবেক এখনো ধরায়
          বিবেকের ঝুলি ভরা কালিমায়
হতো না কোথাও অশুভ আঁতাত, জীবে প্রেম মেনে নিলে।


সহানুভূতিশীল না হই যদি, শান্তি দেবে না ধরা
                 মানবধর্ম সহনশীলতা
              মুছে দিতে হবে অমানবিকতা
হৃদয় জুড়াতে প্রেমের প্রলেপ, কষ্ট লাঘব ত্বরা
বেঁচে র'বে তরু, যত সব প্রাণী ধরিত্রী সসাগরা।
                      ***


                 ভালোবাসা


  ভালোবাসা প্রীতি পেয়ে এ' জীবন সার্থক
      শিহরিত হলো তনু আপাদমস্তক।
            অকিঞ্চনের দীন উপহার
           ছিল না তায় রঙের বাহার
যে কেউ পারে অমন দিতে নেই কোনো চমক।


     সত্যি তুমি মহানুভব কত উদার মন
         বাড়িয়ে দিলে সখ্যতার হাত
           প্রথম দেখায় তা তৎক্ষণাৎ
তোমায় পেয়ে ধন্য হলো আমার এ' জীবন
   কখনো কি ভেবেছিলাম হবে তা এমন।
                      ***


              সবার জীবন দামি


ওদের জীবন কেন দামি আমজনতার নয়?
ওদের পাশে পাহারাদার, জনগণের ভয়!
          জবাব সহজ, নাকি কঠিন
           ভারতবর্ষ কেমন স্বাধীন
    সংসদীয় গণতন্ত্রের পাই না পরিচয়।


আপন স্বার্থ ভালোই বোঝে সবার আগে চাই
            প্রতিশ্রুতি লুটায় ধুলায়
          অবলীলায় সব ভুলে যায়
সংবিধানেও কুঠারাঘাত দেখছি তেমনটাই
জ্বলছে আগুন সারা দেশে কারো স্বস্তি নাই।
                     ***