*                   প্রত্যাশা


চিঠি পেলাম, পাঠিয়ে দিলাম ভালবাসার ডালি
আর পাঠালাম রোদের সাথে চন্দ্রিমা একফালি।
             বসে আছি শোনার আশায়
             সরোদ কেন বাজে না হায়
সুর ছাড়া তো ভেজে না এই হৃদয়মরুর বালি।


   উজাড় করে দিলাম আমি সবুজ ভালোবাসা
               যা রোদ ছিল সব দিয়েছি
             নীল খামের সু-বাস নিয়েছি
সরোদ কিংবা সেতার বাজাও অনিন্দ্য ওর ভাষা
  মেঘমল্লার বা বাগেশ্রী করবে পূরণ আশা।
                        ****


       সন্ধিক্ষণ


কীসের বদলা নিতে
দেশের রাজধানীতে
      পাঠাঙ্গন
       রণাঙ্গন
মুখোশ পরে শীতে?


  শান্তিনিকেতনে
       পুনর্বার
      অত্যাচার
ভাবনা জাগায় মনে
এসব কার ইন্ধনে?
         ***


           অফুরান ভাণ্ডার


শেখার চেষ্টা করে যাবো সারাজীবন
যতই পড়ি যতই লিখি ভরে না মন।
          জ্ঞানসমুদ্র অতলান্ত
        হইনা যতই পড়ে ক্লান্ত
  তবুও তা অফুরন্ত,ভাঁড়ার এমন।

একটি শিশু পশু পাখি জানে যে সব
    বোধ হয় আমরা জানি না তা
       লিখে যতই ভরাই খাতা
কেবল চলে বাগাড়ম্বর, ঝুটা গৌরব
কতখানি মিথ্যা যে তা হাসে শৈশব।
                 ***


    মন রঙিন


আজও মন রঙিন
যদিও তনু ক্ষীণ।
     মুখে হাসি
    রাশি রাশি
তেমন অমলিন।


  সবকিছুই তো সম্ভব
     প্রাপ্তি কত
    চাইনি অত
এটাই তো বাস্তব
জননী দেয় সব।
      ***