*      চরম দারিদ্র্য


  সুয্যিমামা যাদের সাথি
সমান তাদের দিবস রাতি।
         সুরজ পাশে
       তাইতো হাসে
জ্বালতে হয় না সন্ধ্যাবাতি।


  খেটেখুটে জীবন কাটে
         দৈন্যদশা
        জ্বালায় মশা
ঘরের ভেতর পথেঘাটে
ঝোপেঝাড়ে খোলা মাঠে।
           ***


           কৃপাধন্য


  পূর্ণতা তো নিজের কাছে
তাঁর কি দিতে বাকি আছে?
      কেউ তুষ্ট অল্পে
      কেউবা নির্বিকল্পে
পছন্দসই কেউবা বাছে।


বাড়িয়ে দিয়ে তাঁর পরীক্ষা।
      চাই না কিছু আর
     কেউ চায় বারবার
পায়নি তাঁরা সঠিক শিক্ষা
সংযত ভাব চাই তিতিক্ষা।
             ***


             ফেরিওয়ালা


   প্রভাতের রবি পুবে যেই ওঠে
পা চালিয়ে ওরা তাড়াতাড়ি ছোটে।
       লাগে নিজ নিজ কাজে
       হিমানীতে কাঁপে পা যে
     অধরেতে তবু খুশি ফোটে।

     পসরা সাজিয়ে সারাদিন ওরা
         হাঁক দেয়, পথে ঘোরে
          নামাবো, দাওনা ধরে
  ঝাঁকি খালি হলে শেষ হবে ঘোরা
দুয়ারে দাঁড়িয়ে পোষা হাঁসজোড়া।
                  ***


           অন্তর্বেদনা


  বাহিরে নয় তাপ অন্দরে
   মনবিহঙ্গ জ্বালায় মরে।
          ভাসে ছবি
         তুই কি হবি
তুই ছাড়া মন কেমন করে।


হাঁ করে পথ চেয়ে থাকি।
         কখন এসে
         বলবি হেসে
'বাঁধবো এবার মিলন রাখি
আর তো মাত্র ক'দিন বাকি।'
            ****