*              সবাই আপন


অপর যারা রইবে দূরে আসবে না তো কাছে
  কাছে টানা তুচ্ছ ব্যাপার একটা মন্ত্র আছে।
            পরকে যারা আপন করে
            ফোটায় হাসি ম্লান অধরে
কত মহান সেজন জানি প্রেম-প্রীতিতে বাঁচে।


  শুধু একটু ভালোবাসা বাড়িয়ে দিলেই হলো
            ওটার জন্য মানুষ কাঙাল
              অবলোকন আজন্মকাল
একটু প্রীতি সোহাগ-স্পর্শ জোগাই সবায়, চলো
     পারি আমরা দিতে সবাই মুক্তকণ্ঠে বলো।
                        ****


                         চাপমুক্ত


চাপকে হটাও শীঘ্র অতি তোমাকে গ্রাস করার আগে
   চাপ কাটাবার একটি ওষুধ কর্ম করো অনুরাগে।
              দেখবে কখন পালিয়ে গেছে
                  আশীর্বাণী সে রেখেছে
সুরভিত তোমার হৃদয়, বিরাজ করো গোলাপবাগে।


    অবসাদে ভুগবে না সে, নিরন্তর যে কর্ম করে
                নতুন নতুন উদ্ভাবনে
                হর্ষ জাগে সবার মনে
দেশ ও দশের মঙ্গলে তা স্নিগ্ধ ধারায় পড়বে ঝরে।
  স্বর্গ তখন নামবে ধরায় দীনদরিদ্র, সবার ঘরে।
                         ***


     উপেন্দ্রকিশোর স্মরণে


প্রণমি তোমারে উপেন্দ্রকিশোর
তোমার সৃষ্টিতে শিশুরা বিভোর।
         অমূল্য সেসব
         ছড়াবে সৌরভ
বিকাশের পথে খুলে দেবে দোর।


মুদ্রণে এ বঙ্গে তুমি অগ্রদূত
          বেহালাবাদক
          চিত্রী প্রকাশক
এবং জ্যোতির্বিদ, গণনা নিখুঁত
সিদ্ধ চিত্রাঙ্কনে সর্বদা প্রস্তুত।
             ***
  
               একাকিনী


তুমি যে একেলা থাকো দুরে এই দ্বীপে
  বারবার আসি তাই তোমার সমীপে।
           ফিরি নিয়ে যত দুখ
          চোখে পড়ে হাসিমুখ
তোমাকে দারুণ লাগে বড় লাল টিপে।


ফুলে ফুলে ভরা থাক তোমার ভুবন।
         মধুপ শোনাবে গান
          পাখিদের কলতান
প্রাকৃতিক শ্যামলিমা ভরাবে ও'মন
দেখা না পেয়েও হবে বাসনা পূরণ।
                 ***