একগুচ্ছ ক্লেরিহিউ
"""""""""'"''""'"""""'"'"""""
কোথা তুমি বায়রন
স্বর্গ কি নির্জন?
ওখানে কি হয় রাত
কার হাতে রাখ হাত? ১


তুমি যদি হও শেলী
কার সাথে কর কেলি?
তুমি তো প্রেমিক কবি
কবিতায় আঁক ছবি। ২


বিশ্ব কবি রবি ঠাকুর
লেখেন বসে সারা দুপুর।
নোবেল পেল গীতাঞ্জলি
মনোহরণ গানের কলি। ৩


কোথা তুমি সাড়া দাও বনলতা সেন
পেরিয়ে এসেছি আমি সাগর সফেন।
নিরাশ করো না প্রিয়ে এবার আমায়
ধানসিঁড়ি নদী বুকে আমি নৌকায়। ৪


তোমাকে বিশ্ব জানে সত্যেন বোস
নোবেল পেলে না তুমি বড় আপশোষ।
বোসন কণার গা'য় লেখা আছে নাম
তারকা হয়েছ তুমি অটুট সুনাম। ৫


মেঘদূত লিখেছেন কবি কালিদাস
জমেছে কাজল মেঘ মলিন আকাশ।
বার্তাবহনকারী ওই জমা মেঘ
বাড়ুক একটুখানি বাতাসের বেগ। ৬


মরা মরা জপ করে দস্যু রত্নাকর
বল্মিক বানিয়ে ফেলে ওকে ঘিরে ঘর।
সাধনায় সিদ্ধিলাভ, হলেন বাল্মিকী
রামায়ণ পাঠ চলে ওটা প্রাত্যহিকী। ৭


চারণ কবি মুকুন্দ দাস
সংগ্রামী মন ঢাকায় আবাস।
বিপ্লবাত্মক কবিতা গান
ভারতমাতার রেখেছেন মান। ৮


অতুলপ্রসাদ সেন
মা'র সাথে লেনদেন।
ভক্তিমূলক গান
পেয়েছেন সম্মান। ৯


রিলেটিভিটি আইনস্টাইন
বীণা বাজান তিনি ফাইন।
ভীষণ ভুলো মনটি তাঁর
ই ইকুয়াল টু এমসিস্কোয়ার। ১০


© অজিত কুমার কর