ভালোবাসি শুধু তোমাকে এখনো আমি এক বেরসিক
যদি ক্ষতি হয় ভুলে যাবো তবে, আমি অচেনা পথিক।
তোমারে দেখেছি নদীর কিনারে ওপারে যাবার তাড়া
বলি বলি করে বলা তো হলো না মিনিট কয়েক দাঁড়া।


তটিনীর বুকে ক্ষীণ স্রোতধারা ভিজালে চরণ দুটি
ছোটো ছোটো মাছ পা'র ফাঁক দিয়ে করে ওরা ছোটাছুটি।
কী ভেবে তখন তিলেক দাঁড়ালে তাকালে পিছন ফিরে
আমিও তখন এগিয়ে গেলাম ও'দিকেই ধীরে ধীরে।


ছিটিয়ে দিলাম হাত দিয়ে জল খুনসুটি যারে বলে
কপট চাহনি বিঁধেছে আমাকে ওটুকু কি শুধু ছলে?
আকাশের কোণে জমেছিল মেঘ রোদটুকু গেল ঢেকে
কী হবে এবার ছাতা আছে কিনা শুধাই তখন ডেকে।


'ছাতা তো আনিনি ভিজে যাবে সব  ঝিরিঝিরি ঝরে বারি'
'চলো না দাঁড়াই গাছের তলায়', পা চালাই তাড়াতাড়ি।
কলাপাতা দিয়ে আটকাই জল বরিষণ গেল থেমে
ভিজেনি কিছুই এটাই বাঁচোয়া ফের পথে যাই নেমে।