একলা আমি রই
অজিত কুমার কর


কোথা থেকে দিচ্ছ সাড়া
কোথায় তুমি কই?
নাড়ছি কড়া কখন থেকে
লুকোলে কী আমায় দেখে
দাঁড়িয়ে আমি রই।


কৃষ্ণচূড়া পলাশ শিমুল
আরো কত ফুটেছে ফুল
সবার হাসিমুখ,
দুয়ার খুলে বাইরে এসো
দর্শনে পাই সুখ।


রং লেগেছে সরষে খেতে
বাইরে এলে দেখতে পেতে
প্রজাপতির রূপ,
গুনগুনিয়ে ভ্রমর ওড়ে
কেবল তুমিই চুপ!


এখন কী কেউ ঘরে থাকে
বসন্তিকা সবায় ডাকে
দখিন সমীরণ,
জলদি এসো বেরিয়ে পড়ি
রাঙিয়ে নেব মন।


© অজিত কুমার কর