***                  
জ্যান্ত মানুষ পোড়ায় যারা তাদের মুখে এসব মানায়
মৃতদেহের মুখে আগুন, এমন রীতি তারাই বানায়।
              দাহ, কবর আশু সৎকার
            এ ছাড়া তো নাই কিছু আর
নিরাবরণ, নিরাভরণ এই করে কী শ্রদ্ধা জানায়!


নখ-লোম ত্যাগ শ্রাদ্ধে ভড়ং পনেরো দিন কৃচ্ছ্রসাধন
লোকদেখানো কীর্তিকলাপ জাহির করে কী উদার মন!
            বুঝতে কারুর নেইকো বাকি
             কী দিয়ে আজ লজ্জা ঢাকি
     ঠাম্মা-দাদু পিতামাতার বৃদ্ধাবাসে জীবনযাপন।


  আজকে যারা করছে এমন তাদেরও দিন ফুরিয়ে যাবে
    শিশুরা আজ দেখছে সবই উচিত শিক্ষা তখন পাবে।
                  অধঃপাতের রাস্তা খোলা
                 যোগ্য জবাব রইল তোলা
    ঠিক সময়ে ধরিয়ে দিলে আপনি তখন খাবি খাবে।


    যেটুক বসন রইবে গায়ে খুলো না তা বিদায়বেলা
শ্মশানবন্ধু, বলছি তোমায়, কোরো না ভাই মোটেও হেলা।
               না হরিবোল, খোল করতাল
                নীরবতায় কাটুক-না কাল
      চিতায় চড়ে সাঙ্গ হবে অগ্নিশিখায় আমার খেলা।
***