আমরা কি ভুলতে পারি?
না,পারি না তা;
আমাদেরই ভাইয়ের রক্তে রাঙানো
আটই  ফাল্গুন-একুশে ফেব্রুয়ারি।
ওদের বিয়োগব্যথা নিরন্তর  
মনের অলিন্দে ঘুরপাক খায়।
নির্মম অত্যাচারি বেয়নেটের ডগায়
কেড়ে নিতে চেয়েছিল মুখের ভাষা।
বুক ঝাঁঝরা করে ছুটে গিয়েছিল গুলি,
লুটিয়ে পড়েছিল বরকত-জব্বার,
রফিক-সালাম-সফিউর।
শত সহস্র কণ্ঠে ধ্বনিত হয়েছিল
'আ মরি বাংলাভাষা
মোদের গরব মোদের আশা'
তা কেড়ে নিতে পারেনি।
স্বীকৃতি পেল মাতৃভাষা বাংলা।


ওরা আর কোনোদিন ফিরবে না।
বাংলাভাষাকে সুগভীরভাবে
লালিত করার গুরু দায়িত্ব
বর্তেছে আমাদের ওপর।
আসুন শপথ নিই
'বাংলা আমার মা, বাংলা আমার ভাষা,
বাংলা আমার মান, বাংলা আমার জান,
দেশ ও ভাষার উত্কর্ষ বাড়াবই।'