বাঙালি আজ গর্বিত
বাংলাভাষা বন্দিত
        মিষ্টিমধুর বাংলাভাষা
            সবার কাছে নন্দিত
                বাংলাভাষা ছন্দিত।


যত পারিস ছোঁড় গুলি
যাবো না কেউ পণ ভুলি
       পিছন পানে হটবো না কেউ
           দেখবো চেয়ে শির তুলি
                মাখবো মায়ের পা’র ধূলি।


তোমরা মানুষ, না পাষাণ
নেইকো বুঝি চক্ষু কান
        বন্ধ করা যাবে না মুখ
            কাড়লে তাজা চারটি প্রাণ
                 মিলবে না রে পরিত্রাণ।


কেমনতরো একুশ-মুখ
ব্যথায় কাতর সবার বুক
          উড়িয়ে দাও শ্বেত পারাবত
              ভুলিয়ে দাও মায়ের দুখ
                    মা'র সুখে যে সবার সুখ।


ভুলিনি কেউ ভুলবো না
ভুল পথে কেউ চলবো না
          স্মরণ করি শহিদ স্মৃতি
                মা’র অপমান সইবো না
                      ক’রবো ওদের বন্দনা।