একুশ এলে ঘুম আসে না
অজিত কুমার কর


একুশ এলে ঘুম আসে না
অস্থিরতা বাড়ে,
অকুস্থলে যাওয়ার জন্য
কখন কড়া নাড়ে।


রাত্রি তখন ঠিক এগারো
যাত্রা হলো শুরু,
আঁধার চিরে চলছি হেঁটে
কুয়াশা বেশ পুরু।


শহিদ-ছবি উঠছে ভেসে
বেদনাময় স্মৃতি,
সালাম বরকত রফিক জব্বার
কণ্ঠে বাংলা গীতি।


অকুতোভয় বীর বাঙালি
শির করেনি নত,
'পিছোস না কেউ চল এগিয়ে
ছুঁড়ুক গুলি যত।'


পরিশেষে জয় এসেছে
ওরাই দেশের গর্ব
বাংলা ভাষার মান গরিমা
দেয়নি হতে খর্ব।


© অজিত কুমার কর