একুশের ফুল
অজিত কুমার কর

সুর্যোদয়ে উদ্ভাসিত বাংলার মুখ
শহিদমিনারে জড় অন্তরালে দুখ।
একুশের যত চিত্র বেদনাবিধুর
হৃদয়তন্ত্রীতে বাজে সকরুণ সুর।
পদ্মা–মেঘনার জলে তরঙ্গ উচ্ছল
আপামর বাঙালির নয়ন সজল।
সালাম—  শত সেলাম রফিক জব্বার
বরকত শফিউর দুর্জয় দুর্বার।


সগর্বে উঠিল বেজে ভেরি জয়ডঙ্কা
রহিল অটুট মান গেল উড়ে শঙ্কা।
ফুলে ফুলে ওঠে ভরে নিকানো অঙ্গন
সৃজনে একান্তভাবে ঢালে তনুমন।
ভাষামা’র মুখে হাসি গর্বিত জননী
মায়ের ভাণ্ডার যেন রত্নভরা খনি।


© অজিত কুমার কর