অবশেষে সেই এলে, তবে কতদিন
পরে, অসহ্য যন্ত্রণা সহেছে নীরবে
অনলে দহিত হয়ে, এলে বৈভবে
মৌসুমি বায়ুর টানে যদিও তা ক্ষীণ।
গেয়েছ অন্যত্র গীত বঙ্গে উদাসীন
দাদুরির কলধ্বনি অসীম গৌরবে
ভরে গেল পরিবেশ, ফুলের সৌরভে
ময়ূর পেখম মেলে, এসেছে সুদিন।


জলন্ত অঙ্গার আর দেয় না তো ছ্যাঁকা
লুকিয়েছে মুখ তার মেঘের আড়ালে
ঝিরিঝিরি ঝুরুঝুরু শুরু বরিষণ।
উদাসী হৃদয় শোনে মিঠে কুহু কেকা
তোমার পরশ পেয়ে পল্লবিত ডালে
সবুজের আলাপন, প্রাণের স্পন্দন।