আঁধার রাতি প্রভাত যেন
শিউলি সুবাস দিল দোলা
বীণা তোমার নীরব কেন
মন-বাতায়ন রাখি খোলা।


প্রাণে আমার জ্বাললে আলো
স্পর্শকাতর সেতারের তার
নূপুরধ্বনি মন রাঙালো
মিলেমিশে সব একাকার।


প্রভাত হতে অনেক দেরি
ভরিয়ে দিলে শূন্য ভুবন
আজি তোমার কী রূপ হেরি
ভেসে আসে পাখির কূজন।


দিবসেতে কোথায় যে যাও
কেন আমায় দাও না দেখা
লুকিয়ে থেকে কী যে সুখ পাও
বিমনা মন তখন একা।