.                     এলে তুমি ফাল্গুনে


পাঁচটি ঋতু কাটলো আমার শুধু ওদের গান শুনে
  এলে তুমি শেষ প্রহরে মোহিল বেশে ফাল্গুনে।
               সঙ্গে সখা পলাশ শিমুল
              মন রাঙানো পিয়াল মহুল
    গুনগুনিয়ে ওড়ে ভ্রমর মনের কনে মউবনে
    কী আনন্দ! কী আনন্দ! উদ্ভাসিত যৌবনে।


   বাতাসে পাই পদধ্বনি মিহিন সুরে কিঙ্কিণী
মউবনে আজ মউ জমেছে, বলছে যেন শিঞ্জিনী।
            আমার এ মন উদাস বাউল
             সুবাস ছড়ায় বকুল পারুল
    কি বারতা পাঠিয়ে দিল বল্লিকাতে নন্দিনী
  খুনসুটিতে কেশর মাতে ক'রব তোরে বন্দিনী।


প্রকৃতিতে প্রাণের প্লাবন কচিপাতায় চকমকি
  ফুলের বনে মউপিয়াসী রূপসি দুই নর্তকী।
             মাতাল করা দখিন পবন
              এক নিমেষে হৃদয়হরণ
  কী মধুময় বাতাবরন আটকে রাখি সাধ্য কী
  বলো আমায় কী ভেবেছ নীপবনে করব কি?


  এসব কথা শুনতে পেয়ে উঠল ডেকে কোয়েলা
আমরা আছি দোয়েল আছে ভাসাও জলে ওই ভেলা।
                 বউ-কথা-কও সঙ্গ দেবে
                 গান শোনাবে বন্ধু ভেবে
    সূর্যসোনা রঙ ছড়ালো কী মনোরম সাঁঝবেলা
     বসন্তিকার মৌসুমীও করল শুরু তাঁর খেলা।


@ অজিত কুমার কর