এলো না কে
অজিত কুমার কর


ফুল ফোটানোর পালা চলে বসন্তিকার ধরার কোলে
সারাটা দিন সারাটা রাত কী ব্যস্ততা
খুঁজে বেড়ায় অষ্টপ্রহর আপন কাজের সার্থকতা।
কে কে এল কখন গেল কীটপতঙ্গ-মানুষ-পাখি খুশিতে কি আত্মহারা?
এই ঘটনা বছর বছর ঘটতে থাকে বঙ্গদেশে শীত ফুরোলে।
কী আনন্দ দেখে রঙের মেলা
আসে জোড়ায় জোড়ায় নয় একেলা
আকাশে রং, ঢেউ মাখে রং কী অপূর্ব দৃশ্য তা যে
নামলে আঁধার ফুটবে তারা।


প্রহর গুনে কখন হবে রাত্রি প্রভাত আসবে যারা
পুবের আকাশ উঠলো রেঙে
মিলল ডানা নিদ্রা ভেঙে
কাল যে ছিল আজ সে কোথায় আসেনি তো কী হলো তাঁর?
পারেনি কি ভাঙতে কারা?
জবাব দেবে যে আমাকে প্রশ্নগুলোর, কোথায় তারা?
একটি ভ্রমর এগিয়ে এলো
বলো বলো কোথায় গেলো
কীসের অভাব এই কাননে সব তো আছে-
ফুল ফুটেছে রংবেরঙের গাছে গাছে
কিছুর যদি অভাব থাকে লাগিয়ে দেবো যত্ন করে সেসব চারা।


© অজিত কুমার কর