এণাক্ষী
অজিত কুমার কর


হোকনা বরন কাজলকালো পটলচেরা চোখ তোমার
গোলাপফুলের মতোই হৃদয় আমার দুচোখ দেখতে পায়    
এসব ওদের দৃষ্টি এড়ায় বিভোর অলীক কল্পনায়
হাসিতেও মুক্তা ঝরে চুরি করে মন আমার।


তোমার চলা কথাবলা শালিনতার মাপকাঠি
যতই দেখি যতই শুনি অভিভূত বিস্মিত
আরও কত পাবে প্রকাশ গুণাবলী নিদ্রিত
চিনতে আমার ভুল হয়নি কে-কে নকল কে খাঁটি।


আমার হাতে যখন বাঁশি রুমুরঝুমুর পায়ের মল
সখীরাও নৃত্যরতা একই লয়ে পা ফেলে
হাসি যেন দিঘির বুকে প্রস্ফুটিত শতদল
যমুনাতে কার পরশে ঢেউ খেলে যায় ছলাৎছল?


ভ্রুয়ের নাচন কটির দোলা চিত্তে জাগায় শিহরন
অঙ্গ হতে বিচ্ছুরিত আলোয় তখন চোখ ধাঁধায়
এই মাটিতেই স্বর্গ নামে উদ্ভাসিত কুঞ্জবন
তোমার চোখের তারায় দেখি  স্বপ্নে দেখা সেই ভুবন।


© অজিত কুমার কর