এসেছে ফাগুন
অজিত কুমার কর


ফাগুনের রং পলাশ-শিমুলে
জারুল-অশোক-কৃষ্ণচূড়ায়
কুহরি কুহরি ওঠে দম্পতি
দখিনা পবন এ রং ছড়ায়।


ঋতুরাজ আসে সকলের শেষে
মুছে দিতে যত জমে থাকা গ্লানি
হিল্লোল জাগে মানবের মনে
শোনে মধুমাখা প্রেমময় বাণী।


ঋতুর প্রভাব পড়ে বনে মনে
আঁখি মেলে চায় পপি-মল্লিকা
শরতে শেফালি আর শতদল
বর্ষাতে বাজে ব্যাং-বল্লিকা।


প্রকৃতি ও প্রেম করে কানাকানি
বিরহ মিলন দুই পাশাপাশি
ঘুরে ফিরে আসে দুঃখ ও সুখ
ফাল্গুন দেয় খুশি একরাশি।


© অজিত কুমার কর