এসো আর একবার
অজিত কুমার কর


ভুল করেছি, করছি কবুল
চাইছি তোমার ক্ষমা,
মান অভিমান মনের কোণে
রেখো না আর জমা।


দিবারাত্র তোমায় আমি
ব্যাকুল হয়ে ডাকি,
আমি অবোধ, ছোট্টো শিশু
কেমনে একা থাকি।


তোমার প্রিয় জুঁইয়ের মালা
গাঁথি যতন করে,
বরণডালায় সাজিয়ে রাখি
তোমার পূজার ঘরে।


শুকিয়ে যাওয়া এসব মালা
ভাসাই না তো জলে,
গুছিয়ে রাখি শিকের ওপর
কষ্ট পলে পলে।


দেরি হলেও আসবে তুমি
সেই আশাতেই আছি,
তোমার সাথে মনের সুখে
খেলব কানামাছি।