কাজের মানুষ পাই না খুঁজে তোমার মত এখন আর
জিঘাংসাতে পূর্ণ হৃদয় দাম্ভিকতা অহংকার।
নজর শুধু নিজের দিকে সেটা যেমন করেই হোক
জঘন্য কাজ করে তারা রক্ত চোষে যেমন জোঁক।
রুদ্রবীণা কে বাজাবে এমন মানুষ বিরল খুব
লজ্জা ওরা জয় করেছে দুর্নীতিতে সাঁতার ডুব।
ইগল পাখি নজর দিলে কপালে তার বেজায় দুখ
সমস্যা যে বাঁচন মরণ দুরু দুরু কাঁপবে বুক।
লাঘব হ'তো দুঃখ ব্যথা হলে আবার আবির্ভাব
মর্ত্যভূমি উঠতো জেগে মুছে যেত অসদভাব।