এসো কুন্দনন্দিনী
অজিত কুমার কর


কুঞ্চিত কেশের পুঞ্জিত মেঘের
আর বসন্তের শোভা অপরূপ,
শিমুল কিংশুক হরণ করে দুখ
পুষ্প সুন্দর ওরা নিশ্চুপ।


নূপুরে ঝঙ্কার বীণাতে টঙ্কার
রিদিমে একাকার খুশি খুশি মন,
কুন্দনন্দিনী সতত বিনোদিনী
চিনি গো চিনি চিনি জাগে শিহরন।


স্বপনে সুপ্তিতে আসো আচম্বিতে
চেয়েছি সব দিতে রাতে নিরালায়,
ভাঙালে ঘুম এসে আমারে ভালোবসে
দাঁড়ালে পাশে এসে লুকোলে কোথায়?


নীরব শর্বরী এখন কী যে করি
বল-না সহচরী তোমারে শুধাই,
শেফালি নির্জনে ফোটে সে প্রাঙ্গণে
একান্তে বিজনে সুগন্ধ পাই।


তোমারে ভালোবাসি বসো-না পাশাপাশি
দেখি তোমার হাসি রঙিন আকাশ,
এ মন চঞ্চল জলধি উচ্ছল
পুষ্পিত কমল দেখি বারোমাস।


© অজিত কুমার কর