পূর্ণিমায় বিধুমুখী উজ্জ্বল গগনে
এসো হে প্রেমাবতার হিংসোন্মত্ত ভবে
বিভেদ বিদ্বেষবিষ দূরীভূত হবে
মহাপ্রভু মহাজ্ঞানী জানে সর্বজনে।
উদ্বাহু অপূর্ব মূর্তি দেখি ক্ষণে ক্ষণে
মনুষ্যসমাজ আজি দেখে শিক্ষা লবে
জীবনযন্ত্রণা যত সয়েছি নীরবে
ঘুচিবে সকল ব্যথা তব আগমনে।


ভগবান অবতীর্ণ ভবে যুগে যুগে
নররূপী অবতার জীবের কল্যাণে
বুদ্ধ-জিশু-মহম্মদ প্রভু শ্রীচৈতন্য।
হতজ্ঞান বিশ্ববাসী মাতিছে হুজুগে
স্বার্থান্বেষী অর্থগৃধ্নু সত্য নাহি জানে
কে দেবে প্রেমের বাণী, গৌরাঙ্গ অনন্য।