কোথায় লুকিয়ে আছ এসো তাপহরা
হৃদয়ে পুঞ্জিত আজি ব্যথার পাহাড়
বঞ্চিত করো না ওগো সুধার আধার
তোমার বিরহ লাগি কাঁদে বসুন্ধরা।
কামিনী গেঁথেছে মালা শোনো তৃষাহরা
শুকিয়ে পড়িবে ঝরে রহিবে না আর
মেঘমল্লার রাগিনি বাজাও এবার
পল্লবিত হবে তরু যাবে ব্যথাভার।


শিখীরে নাচাও ছন্দে ডমরু বাজিয়ে
পুলকে উঠুক দুলে বিরহিণী মন
লাগাও চরণে তার কদম্বকেশর।
নয়নে কাজল এঁকে দিয়ো গো সাজিয়ে
কোমল তনুতে ঢালো স্নিগ্ধ বরিষণ
দোলাও স্বহস্তে তুমি স্বস্তির চামর।