*
    শিমুল সখা রং গুলেছে খেলবে সেও হোলি
     ক'দিন ধরে অঙ্গনে তার এঁকেছে রঙ্গোলি।
             'ফাগ মেখেছি নিজেই গায়ে
              উড়িয়ে দেবো এবার বায়ে'
   পলাশ বলে, 'ভুবনডাঙার চিনি রে সব গলি  
  রাঙিয়ে দেবো রূপসিদের ঝকমকে সব চোলি।


  এমন দিনে কেউ কি একা ঘরের কোণে থাকে
      সবার মনে রং ধরাতে কৃষ্ণচূড়া ডাকে।
              চল এবারে বেরিয়ে পড়ি
              প্রেম-যমুনায় সৌধ গড়ি
  জারুল মহুল সবাই আছে পছন্দ তোর কাকে?
   দেখ ওদিকে আম্রশাখায় মউ জমেছে চাকে।'


রং মেখে সব সং সেজেছে যায় না কারেও চেনা
     বাহিরে রং ভিতরে রং হৃদয় লেনাদেনা।
             বৃষ্টি-ভেজা দখিন হাওয়া
           প্রেমের পরশ একটু চাওয়া
  হৃদয় হারায় কোন ভুবনে জানে বকুল হেনা
  ভালোবাসার স্বর্গীয় ভাব যায় না কভু কেনা।


  ঋতুরাজের মহিমা এই ছড়ায় প্রেমের বাণী
পাতায় পাতায় ফুলে ফুলে চলছে কানাকানি।
              ফুলকাননে মধুপ আসে
             সারাটা দিন কাটায় পাশে
   মল্লিকাকে ভালোবাসে করবে হৃদয় রানি
    কলাবতী আবেগপ্রবণ ভীষণ অভিমানী।