ফাগুন দিল একমুঠো রং
অজিত কুমার কর


একমুঠো রং ফাগুন দিল কোথায় তুমি রাই
দখিন হাওয়া ফুরুফুরু সাবধানে আটকাই।
পৌঁছাবে কি তোমার কাছে
রং লেগেছে পলাশ গাছে
ইচ্ছে বড় এমন দিনে তোমারে রাঙাই
হন্যে হয়ে খুঁজে বেড়াই কোথায় গেলে পাই।


ভরা কোটাল লোকারণ্য দিঘার বালুচর
লাল কাঁকড়া ছুটে বেড়ায় বালির নীচে ঘর।
হয়তো তুমি ছুটছ পিছে
কাঁকড়া তো নয় কাঁকড়া বিছে!
নাকাল হচ্ছ ভেবে আমি সাহায্যে তৎপর
কিন্ত কোথায়, তুমি তো নেই ব্যথিত অন্তর।


তাহলে কী পলাশ বনে কুড়াচ্ছ লাল ফুল
গাঁথবে মালা পরবে গলায় ভেবে হই ব্যাকুল।
এগিয়ে গেলাম ত্রস্ত পা'য়ে
বালির ঢিবি ডাইনে বাঁয়ে
রূপসীরা কুড়াচ্ছে ফুল কাজল কালো চুল
যেন তুমি ডাকলে আমায় নাকি শোনার ভুল।


গোধূলির রং এখন পাতায় আর আকাশের গা'য়
পিছন ফিরে তাকিয়ে দেখি দাঁড়িয়ে আছ ঠায়।
খুশির ঝিলিক দুই নয়নে
জাগল পুলক আমার মনে
পলাশ বনে এ মন তোমার একটু পরশ চায়
মাখিয়ে দিলাম মুঠোর আবির গোধূলিবেলায়।


© অজিত কুমার কর