ফাগুন জ্বালায় আগুন
অজিত কুমার কর


আমার বুকে আগুন জ্বলে
ফাগুন যখন আসে,
ও প্রিয়তি বুঝবি কবে
তা কি চৈত্র মাসে?


হৃদয় আমার ভুবনডাঙা
কোকিল কুহু কুহু,
বিরহ যে সয় না রে আর
পরান হুহু হুহু।


পলাশ শিমুল নয়ন মেলে
ঋতুরাজের সাথে,
চাঁদের আলো কৃষ্ণচূড়ায়
ঘুম আসে না রাতে।


আম্রকুঞ্জে মৌমাছি ও
ভ্রমর জোটে কত,
প্রজাপতি রয় না দূরে
হাজির শত শত।


তোর  বিহনে পুড়ে পুড়ে
ছাই হবে এই দেহ,
তুই যদি না বুঝতে পারিস
বুঝবে না আর কেহ।


© অজিত কুমার কর