চাষিরা আজ সর্বস্বান্ত পায় না উচিত দাম
আলু পেঁয়াজ পচছে মাঠে চক্ষে ঘনায় যাম।
বিশ টাকাতে পাঁচ ছ' কেজি ফোড়েদের মৌতাত
চাষ-আবাদে বিপুল খরচ চাষির মাথায় হাত।


অনুদানে শুধুই চমক হয় না সমাধান
উপযুক্ত মূল্য পেলে বাঁচবে চাষির প্রাণ।
ভোটের সময় দরাজ হস্ত মনমোহিনী সুর
ভোট পেরোলে ডুমুরের ফুল আপনাতে মজবুর।


গণতন্ত্রের মাহাত্ম্য এই নামেই খোলা দ্বার
জনগণের দ্বারা জন্য, জনতার সরকার!
প্রতিশ্রুতি হাওয়ায় ওড়ে যায় না কিছুই ধরা
কষ্ট লাঘব হয় না কিছুই দিনযাপনে খরা।


অধিকার আর কর্তব্যবোধ বলে সংবিধান
দ্বিতীয়টি শোনার জন্য বন্ধ শাসক-কান।
দেশের টাকায় ফুর্তিবাজি  গোপন অর্থ ধন
লুটেপুটে নেবার দিকে থাকে ওদের মন।