বাজারে দাঁড়িয়ে জল শোলের আহ্লাদ
চিতল-মৃগেল-রুই বেঘোরে ঘুমায়
ধড়ে যে পরান নাই ড্যাব ড্যাব চায়
কুমড়োর সাথে পুঁই কী অপূর্ব স্বাদ!
রসুন পিঁয়াজ বিনা মাংসে পরমাদ
‘নৈনিতাল-আলু মোচা এদিকে তাকায়’
পালং কচু ও শিম নিতে হবে আয়
বাবার পিছনে ছুটি কিছু নেই বাদ।


কী যে আনন্দ আমার প্রভাতি-বাজারে
আমার লেবুলজেন্স ঠিক পেয়ে যাই
ফেলে আসা দিনগুলো দোলা দেয় মনে।
এখন ছ’টায় স্কুল হাঁক বারেবারে
পিঠে পুস্তকের বোঝা অবসর নাই
খেলা বাদ শুধু পড়া তাড়া ক্ষণে ক্ষণে।