ফ্রেম আছে কাচ নেই
অজিত কুমার কর


চশমার কাচ নেই তাতে কী
তবু হাঁটে গটগট একেলা
কোনোদিন হয়নি তো ঝামেলা
ক্রিং ক্রিং বাজে ওঠা হাতে কী?


অন্ধের কীবা দিন রাত্রি
তবে কী সে ভিক্ষায় যাবে না?
ভাঙা হোক ফাটা হোক ভাবে না
লাঠিটিই রোজ সহযাত্রী।


গাড়িচাপা পড়ে ওরা মরে না
চক্ষুষ্মানরা বেপরোয়া
অন্ধরা চিরকাল ঘরোয়া
ওদেরকে ঘোড়ারোগে ধরে না।


© অজিত কুমার কর