***
কমেছে এখন শীতের দাপট শাখায় শাখায় আমের মুকুল
গরম পোশাক শরীরে জড়ানো বাগানে ফুটেছে কত শত ফুল।
ডালিয়ার হাসি জিনিয়ার রূপ নানান রঙের কত না গোলাপ
টেনে নিয়ে যায় কোথায় আমায় দোপাটি পপির অপরূপ ছাপ।


প্রকৃতি মায়ের আঁচলের তলে কত কী রয়েছে সব জানা নাই
ঋতুগুলো আসে নতুন পোশাকে নয়ন জুড়ায় দেখে সুখ পাই।
সকাল বিকাল দুবেলা বেড়াই ধরণীর বুকে এ কোন কানন
মধুপের গান কোকিলের কুহু মল বাজে কার ঝনন ঝনন।


অশথ বটের পাতা ঝরে গেছে উঁকি মারে ডালে কত কিশলয়
নয় তা সবুজ বাদামি রঙের সহোদরা সাথে কত কথা কয়।
হয়তো জানায় আর দেরি নাই আসিবে এবার প্রিয় ঋতুরাজ
জারুল কুসুম পলাশ শিমুল এ ওকে জানায় তাড়াতাড়ি সাজ।


সবখানে দেখি নিয়মের বেড়া রীতি অনুযায়ী ঘটে চলে সব
বাদলে কদম শরতে শিউলি বকুল হিজল সকলে নীরব।
কেতকী ছাতিম মাধবী কামিনী সরোবরে দোলে শত শতদল
লাজুক লতার ছোটো ছোটো ফুল রবির কিরণে করে ঝলমল।