*                 ফুরিয়ে এল বেলা
                   অজিত কুমার কর


   ছুটি না এখন ঘরেই কাটাই কাজ করি অবিরত
যতদিন পারি করে যাব তাই সময় পাব বা কত।
           পেয়েছি অনেক কী বা দিয়ে যাব
             দিতে চাই সব তবে সুখ পাব
পরম পিতার শুধু কৃপা চাই কাজ দিয়ো পার যত।


পৃথিবীর বুকে হতাশার ছায়া শুনি শুধু হাহাকার
            কখন কী হয় জানি কি তা কেউ
             সারাদেশ জুড়ে করোনার ঢেউ
প্রদীপের শিখা কখন যে নিভে, বাহিরে তা ধারণার
রয়ে যাবে নাকি যত দেওয়া কাজ সময় পাব না আর।